বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যেমন PSC, RAILWAY, BANKING, WBCS সহ বিভিন্ন পরীক্ষায় Current Affairs অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় ৷ প্রতিটি পরীক্ষায় Current Affairs থেকে বেশ ভাল সংখ্যায় প্রশ্ন এসে থাকে ৷ নিচে আমরা কিছু গুরুত্বপূর্ণ Current Affairs প্রশ্নত্তরে (February & June, 2025) জানব যেগুলি আগামির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ –
1. ‘ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন এন্ড গার্ল ইন সাইন্স (International Day of Women and Girls in Science) ‘ এর ১০ বছর উদযাপন উপলক্ষে ইউনেস্কো (UNESCO) সম্প্রতি কোন কর্মসূচি চালু করেছেন? | ‘Imagine a world with more women in science.’ |
2. সম্প্রতি প্রতি কোন ভারতীয় শিল্পপতি ‘নাইটহুড মেডেল‘ সম্মানে ভূষিত হলেন ? | সুনীল ভারতী মিত্তাল |
3. ভারতের প্রথম কোন বিমানবন্দর ‘ন্যাশনাল সেফটি কাউন্সিল অফ ইন্ডিয়া(National Safety Council of India) ‘ সেফটিয়ার্ডে সার্ভিস সেক্টর বিভাগে পুরস্কৃত হয়েছে | মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট |
4. 2025 সালে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপে কে চ্যাম্পিয়ন হয়েছেন? | পঙ্কজ আদবাণী |
5. কোন নৃত্য উৎসবে 139 জন নৃত্যশিল্পী 24 ঘন্টা ধরে নৃত্য প্রদর্শন করে বিশ্ব রেকর্ড করেছে ? | খাজুরাহো নৃত্য উৎসব |
6. বিশিষ্ট সাহিত্যিক নমিতা গোখলে’র লেখা ও সদ্য প্রকাশিত গ্রন্থের নাম কি? | Life on Mars Collected Stories |
7. 24 শে ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে কোন দিবস পালন করা হয় ? | সেন্ট্রাল এক্সইজ ডে |
8. সম্প্রতি কোথায় প্রথম ‘Conference for Women Peacekeepers from Global South’ আয়োজিত হল? | নতুন দিল্লি |
9 ভারতের কোন আইআইটি (IIT) প্রতিষ্ঠান ভারতের মধ্যে প্রথম হাইপার লুপ টেস্ট ট্র্যাক চালু করতে চলেছে ? | আইআইটি মাদ্রাজ |
10. কোন চিড়িয়াখানায় ভারতের প্রথম ‘বায়ো ব্যাঙ্ক‘ এবং ‘পশু জাদুঘর’ গড়ে উঠেছে? | দার্জিলিং চিড়িয়াখানায় |
11. বিশ্বজুড়ে ‘ওয়ার্ল্ড থিঙ্কিং ডে‘ কবে পালিত হলো এবং এ বছর ‘ওয়ার্ল্ড থিঙ্কিং ডে‘-এর থিম কি ছিল | 22 ফেব্রুয়ারি, থিম – ‘Our Story’ |
12. Financial Literacy Week (24-28 ফেব্রুয়ারি)-এর এবছরের থিম কি ছিল? | ‘Financial Literacy – Women’s Prosperity’ |
13. ‘আদি মহোৎসব – 2025’ এর এবছরের থিম কি ছিল? | ‘A Celebration of the Spirit of Entrepreneurship, Tribal Craft, Culture, Cuisine, and Commerce’ |
14. 2024-25 মরশুমের রঞ্জি ট্রফি ক্রিকেট টুর্নামেন্টে কোন দল কেরল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে? | বিদর্ভ ক্রিকেট দল |
15. 4th March সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো এবং এর থিম কি ছিল? | World Obesity Day, থিম – ‘Changing System, Healthier Lives’ |
16. কৈলাশ সত্যার্থীর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? | Diyasalaai |
17. কোন ভারতীয় ‘Blue Origin Enterprise’-এর দশম স্পেস ট্যুরিজম মিশনের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন? | তুষার মেহতা |
18. World Civil Defence Day কবে পালিত হল এবং এই বছর এর থিম কি ছিল? | 1st March এবং এর থিম ছিল – ‘Civil Defence, Guarantee of Security for the Population’ |
19. এই বছর National Science Day-এর থিম কি ছিল ? | “Empowering IndianYouth for Global Leadership inScience and Innovation for Vikshit Bharat” |
20. সম্প্রতি গুজরাট কোন স্কিমের আওতায় 19020 হেক্টর এলাকা ম্যানগ্রোভ অরণ্যায়িত করেছে? | ‘MISHTI’ – স্কিমে |
21. 97-তম অস্কার পুরস্কারের শ্রেষ্ঠ পরিচালক বিভাগে কে পুরস্কৃত হয়েছেন? | শেন বেকার (আনোরা) |
22. 97-তম অস্কার পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে কে পুরস্কৃত হয়েছেন | অ্যাড্রিয়েন ব্রোডি ( দ্য ব্রুটালিস্ট ) |
23. 97-তম অস্কার পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কে পুরস্কৃত হয়েছেন | মিকি ম্যাডিসন ( আনোরা ) |
24. 97-তম অস্কার পুরস্কারের শ্রেষ্ঠ পিকচার বিভাগে কে পুরস্কৃত হয়েছেন | আনোরা |
25. 2025 সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় কোন দেশ তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে ? | ভারত |
26. 2025 সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় কে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হিসেবে পুরস্কৃত হয়েছেন ? | রাচিন রবীন্দ্র |
27. 2025 সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় কে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হিসেবে পুরস্কৃত হয়েছেন ? | রোহিত শর্মা |
28. 2025 সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় কে ‘ফিল্ডার অফ দ্য ম্যাচ’ হিসেবে পুরস্কৃত হয়েছেন ? | রবীন্দ্র জাদেজা |
29. 2025 সালে ‘ওমেন্স প্রিমিয়ার লিগে’ দিল্লি ক্যাপিটেল কে পরাজিত করে কারা চ্যাম্পিয়ন হয়েছেন ? | মুম্বাই ইন্ডিয়ান্স |
30. World Wildlife Day কবে পালিত হল ? এবং এই বছর এর থিম কি ছিল? | 3 March, থিম – ‘Wildlife Conservation Finance : Investing People and Planet’ |
31. World Engineering Day কবে পালিত হল ? এবং এই বছর এর থিম কি ছিল? | 4th March, থিম – ‘Unleashing the Power of Engineers to Advance the Sustainable Development Goals’ |
32. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্প্রতি কোথায় নমো(NOMO) হাসপাতাল এর উদ্বোধন করলেন? | সিলভাসা |
33. KHANJAR-XII কোন কোন দেশের সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া ? | ভারত এবং কিরঘিজস্থান |
34. কোন ন্যাশনাল পার্ক ভারতের 58-তম টাইগার রিজার্ভ হিসেবে স্বীকৃতি লাভ করেছে ? | মাধব ন্যাশনাল পার্ক |
35. সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রিয়া এবং কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যে যে নৌমহড়া অনুষ্ঠিত হলো তার নাম কি? | Sea Dragon – 2025 |
36. সম্প্রতি ‘Hifazat’ নামক প্রজেক্টটি কোন রাজ্য চালু করেছে এবং কাদের জন্য চালু করেছে ? | পাঞ্জাব, মহিলা এবং শিশু নিরাপত্তার জন্য |
37. কোন ভারতীয় মহিলা ‘রামসার অ্যাওয়ার্ড ফর ওয়েটল্যান্ড কনজারভেশন’ এ ভূষিত হয়েছেন? | জয়শ্রী ভেঙ্কটেশন |
38. World Kidney Day কবে পালিত হল ? এবং এই বছর এর থিম কি ছিল? | 13th March, থিম – ‘ Are Your Kidneys Ok? Detect Early, Protect Kidney Health’ |
39. 2025 – সালে অস্ট্রেলিয়ন গ্রাঁপি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হলেন? | লান্দো নোরিস |
40. World Mathematics Day কবে পালিত হল ? এবং এই বছর এর থিম কি ছিল? | 14th March, থিম – ‘Mathematics, Art, and Creativity’ |