গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্যাবলী (Current Affairs)

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যেমন PSC, RAILWAY, BANKING, WBCS সহ বিভিন্ন পরীক্ষায় Current Affairs অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় ৷ প্রতিটি পরীক্ষায় Current Affairs থেকে বেশ ভাল সংখ্যায় প্রশ্ন এসে থাকে ৷ নিচে আমরা কিছু গুরুত্বপূর্ণ Current Affairs প্রশ্নত্তরে (February & June, 2025) জানব যেগুলি আগামির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ –

1. ‘ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন এন্ড গার্ল ইন সাইন্স (International Day of Women and Girls in Science) ‘ এর ১০ বছর উদযাপন উপলক্ষে ইউনেস্কো (UNESCO) সম্প্রতি কোন কর্মসূচি চালু করেছেন?‘Imagine a world with more women in science.’
2. সম্প্রতি প্রতি কোন ভারতীয় শিল্পপতি ‘নাইটহুড মেডেল‘ সম্মানে ভূষিত হলেন ?সুনীল ভারতী মিত্তাল
3. ভারতের প্রথম কোন বিমানবন্দর ‘ন্যাশনাল সেফটি কাউন্সিল অফ ইন্ডিয়া(National Safety Council of India) ‘ সেফটিয়ার্ডে সার্ভিস সেক্টর বিভাগে পুরস্কৃত হয়েছেমনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
4. 2025 সালে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপে কে চ্যাম্পিয়ন হয়েছেন?পঙ্কজ আদবাণী
5. কোন নৃত্য উৎসবে 139 জন নৃত্যশিল্পী 24 ঘন্টা ধরে নৃত্য প্রদর্শন করে বিশ্ব রেকর্ড করেছে ?খাজুরাহো নৃত্য উৎসব
6. বিশিষ্ট সাহিত্যিক নমিতা গোখলে’র লেখা ও সদ্য প্রকাশিত গ্রন্থের নাম কি?Life on Mars Collected Stories
7. 24 শে ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে কোন দিবস পালন করা হয় ?সেন্ট্রাল এক্সইজ ডে
8. সম্প্রতি কোথায় প্রথম ‘Conference for Women Peacekeepers from Global South’ আয়োজিত হল?নতুন দিল্লি
9 ভারতের কোন আইআইটি (IIT) প্রতিষ্ঠান ভারতের মধ্যে প্রথম হাইপার লুপ টেস্ট ট্র্যাক চালু করতে চলেছে ?আইআইটি মাদ্রাজ
10. কোন চিড়িয়াখানায় ভারতের প্রথম ‘বায়ো ব্যাঙ্ক‘ এবং ‘পশু জাদুঘর’ গড়ে উঠেছে?দার্জিলিং চিড়িয়াখানায়
11. বিশ্বজুড়ে ‘ওয়ার্ল্ড থিঙ্কিং ডে‘ কবে পালিত হলো এবং এ বছর ‘ওয়ার্ল্ড থিঙ্কিং ডে‘-এর থিম কি ছিল22 ফেব্রুয়ারি, থিম – ‘Our Story’
12. Financial Literacy Week (24-28 ফেব্রুয়ারি)-এর এবছরের থিম কি ছিল?‘Financial Literacy – Women’s Prosperity’
13. ‘আদি মহোৎসব – 2025’ এর এবছরের থিম কি ছিল?‘A Celebration of the Spirit of Entrepreneurship, Tribal Craft, Culture, Cuisine, and Commerce’
14. 2024-25 মরশুমের রঞ্জি ট্রফি ক্রিকেট টুর্নামেন্টে কোন দল কেরল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে? বিদর্ভ ক্রিকেট দল
15. 4th March সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো এবং এর থিম কি ছিল?World Obesity Day, থিম – ‘Changing System, Healthier Lives’
16. কৈলাশ সত্যার্থীর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি?Diyasalaai
17. কোন ভারতীয় ‘Blue Origin Enterprise’-এর দশম স্পেস ট্যুরিজম মিশনের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন?তুষার মেহতা
18. World Civil Defence Day কবে পালিত হল এবং এই বছর এর থিম কি ছিল?1st March এবং এর থিম ছিল – ‘Civil Defence, Guarantee of Security for the Population’
19. এই বছর National Science Day-এর থিম কি ছিল ?“Empowering IndianYouth for Global Leadership inScience and Innovation for Vikshit Bharat”
20. সম্প্রতি গুজরাট কোন স্কিমের আওতায় 19020 হেক্টর এলাকা ম্যানগ্রোভ অরণ্যায়িত করেছে?‘MISHTI’ – স্কিমে
21. 97-তম অস্কার পুরস্কারের শ্রেষ্ঠ পরিচালক বিভাগে কে পুরস্কৃত হয়েছেন?শেন বেকার (আনোরা)
22. 97-তম অস্কার পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে কে পুরস্কৃত হয়েছেনঅ্যাড্রিয়েন ব্রোডি ( দ্য ব্রুটালিস্ট )
23. 97-তম অস্কার পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কে পুরস্কৃত হয়েছেনমিকি ম্যাডিসন ( আনোরা )
24. 97-তম অস্কার পুরস্কারের শ্রেষ্ঠ পিকচার বিভাগে কে পুরস্কৃত হয়েছেনআনোরা
25. 2025 সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় কোন দেশ তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে ?ভারত
26. 2025 সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় কে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হিসেবে পুরস্কৃত হয়েছেন ?রাচিন রবীন্দ্র
27. 2025 সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় কে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হিসেবে পুরস্কৃত হয়েছেন ?রোহিত শর্মা
28. 2025 সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় কে ‘ফিল্ডার অফ দ্য ম্যাচ’ হিসেবে পুরস্কৃত হয়েছেন ?রবীন্দ্র জাদেজা
29. 2025 সালে ‘ওমেন্স প্রিমিয়ার লিগে’ দিল্লি ক্যাপিটেল কে পরাজিত করে কারা চ্যাম্পিয়ন হয়েছেন ?মুম্বাই ইন্ডিয়ান্স
30. World Wildlife Day কবে পালিত হল ? এবং এই বছর এর থিম কি ছিল?3 March, থিম – ‘Wildlife Conservation Finance : Investing People and Planet’
31. World Engineering Day কবে পালিত হল ? এবং এই বছর এর থিম কি ছিল?4th March, থিম – ‘Unleashing the Power of Engineers to Advance the Sustainable Development Goals’
32. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্প্রতি কোথায় নমো(NOMO) হাসপাতাল এর উদ্বোধন করলেন?সিলভাসা
33. KHANJAR-XII কোন কোন দেশের সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া ?ভারত এবং কিরঘিজস্থান
34. কোন ন্যাশনাল পার্ক ভারতের 58-তম টাইগার রিজার্ভ হিসেবে স্বীকৃতি লাভ করেছে ?মাধব ন্যাশনাল পার্ক
35. সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রিয়া এবং কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যে যে নৌমহড়া অনুষ্ঠিত হলো তার নাম কি?Sea Dragon – 2025
36. সম্প্রতি ‘Hifazat’ নামক প্রজেক্টটি কোন রাজ্য চালু করেছে এবং কাদের জন্য চালু করেছে ? পাঞ্জাব, মহিলা এবং শিশু নিরাপত্তার জন্য
37. কোন ভারতীয় মহিলা ‘রামসার অ্যাওয়ার্ড ফর ওয়েটল্যান্ড কনজারভেশন’ এ ভূষিত হয়েছেন?জয়শ্রী ভেঙ্কটেশন
38. World Kidney Day কবে পালিত হল ? এবং এই বছর এর থিম কি ছিল?13th March, থিম – ‘ Are Your Kidneys Ok? Detect Early, Protect Kidney Health’
39. 2025 – সালে অস্ট্রেলিয়ন গ্রাঁপি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হলেন?লান্দো নোরিস
40. World Mathematics Day কবে পালিত হল ? এবং এই বছর এর থিম কি ছিল?14th March, থিম – ‘Mathematics, Art, and Creativity’